বিট কয়েন

                                                         বিসমিল্লাহির রাহমানির রহিম
আসসালামু আলাইকুম । আশা করি সবাই  ভলো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব বিটকয়েন নিয়ে। তো চলুন শুরু করা যাক......।


বিটকয়েন কি?  


বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা । 

আর ক্রিপ্টোকারেন্সি হলো এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা যার কোন বাস্তব রুপ নেই। আর 

বিটকয়েন হলো সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। আমরা সাধারণত টাকা-পয়সা লেনদেনের জন্য 

অন্য একটি তৃতীয় পক্ষের আশ্রয় নেই। যেমন ধরুন আমরা যখন বিকাশ/রকেট এর মাধ্যমে কোথাও 

টাকা পাঠাই তখন আমরা বিকাশ / রকেট সেবা গ্রহন করে পাঠিয়ে থাকি। এক্ষেত্রে প্রেরক , প্রাপক, 

তৃতীয়পক্ষ বিকাশ / রকেট লেনদেন প্রক্রিয়াটি সম্পন্ন করলো। এবং তাদের নির্ধারিত চার্জ আদায় 

করে ফেললো। কিন্তু বিটকয়েন এমন এক মুদ্রা ব্যবস্থা যাতে অর্থ আদান প্রদান এর জন্য কোন তৃতীয় 

পক্ষের প্রয়োজন হয় না। এখানে সরাসরি প্রেরক এবং প্রাপক এর মধ্যে অর্থ আদান প্রদান হয়।   

 বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । 

বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা 

কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৫,৭১১.২৩ মার্কিন  ডলার।২০০৮ সালে সাতোশি নাকামোতো এই
 মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। এবার চলুন বিটকয়েন এর কিছু একক সম্পর্কে জেনে নিই। 

·         1 MBTC = 1000000 BTC
·         1 uBTC = 0.00000 BTC
·         1 mBTC = 0.001 BTC
·         1 satoshi = 0.00000001 BTC 

যেভাবে কাজ করে বিটকয়েন 

সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়েলেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক
কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে 
সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়। ওয়ালেট হচ্ছে আপনার মানিব্যাগের মতো, যেখানে 
আপনার নিজের বিটকয়েন জমা থাকে। ওয়ালেট অনলাইন কিংবা অফলাইন দু’ধরনেরই হয়। 
অনলাইন ওয়ালেট ব্যবহারকারী তার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে 
পারেপ্রতিটি ওয়ালেটের একটি নির্দিষ্ট এড্রেস বা ঠিকানা থাকে। ঠিকানাটি সম্পূর্ণ এনক্রিপ্টেড
 হয় বলে এটি মনে রাখা অসম্ভব। বিটকয়েন লেনদেনের জন্য ব্যবহারকারী তার এই ঠিকানাটি 
ব্যবহার করে থাকেন।

এক এড্রেস থেকে অন্য এড্রেসে 
বিটকয়েন পাঠালে তা সাথে সাথে 
একটি উন্মুক্ত খতিয়ান এ  লিপিবদ্ধ
 হয়ে যায়, যার নাম ‘ব্লকচেইন’। 
এটি এমনই বিশাল একটি খতিয়ান 
ব্যবস্থা যাতে এযাবতকালে যত 
বিটকয়েন লেনদেন হয়েছে তার 
সবগুলোরই রেকর্ড রয়েছে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে 
নেটওয়ার্কে একটি নতুন বিট কয়েন তৈরি হয়। পদ্ধতিকেই বলা হয় বিটকয়েন 
মাইনিং।

বিট কয়েন একাউন্টঃ

আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর । এটা মূলত বিট কয়েন গেটওয়ে পেমেন্ট প্রসেস বলা হয়ে থাকে। অর্থাত আপনি যে কোন সাইট হতে বিট কয়েন আয় করুন না কেন, এখানে সমস্ত বিট কয়েন আয় যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এখান হতে সুবিধামত উইথ ড্র করতে পারবেন। 

বিট কয়েন এ একাউন্ট করার নিয়ম ঃ

১। প্রথমে এইলিঙ্কে যান > এরপর নিচের মত একটা পেজ আসবে 


১। এখানে ইমেইল অ্যাড্রেস দিয়ে Get started এ ক্লিক করুন ।

২। এখানে Name অংশে আপনার নামের ১ম এবং শেষ অংশ দিন> Email  এর বক্সে আপনার
মেইল অ্যাড্রেস
এবং> Password  এর বক্সে আপনার পাসওয়ার্ড লিখুন> এবার সবশেষে টিক মার্ক দিয়ে Create
account
লিঙ্কে ক্লিক করুন।

৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে। আপনার ইমেইল অ্যাড্রেসে
যান এবং VERIFY MY EMAIL ADDRESS-এ ক্লিক করুন। নতুন কোন উইন্ডো ওপেন হলে
ক্লোজ করে দিন। অতপর
এই সাইটে পূনরায় প্রবেশ করে  লগইন করুন আপনার ইমেইল ও পাসওয়ার্ড দ্বারা রেজি:
করার সময়ে যাহা
ব্যবহার করেছিলেন)। যদি লগইন করতে পারেন তাহলে বুঝবেন সঠিকভাবে একাউন্টটি
ক্রিয়েট করতে পেরেছেন।

(লগইন করলে নিচের মত একটা পেজ আসবে )


৪। এখান থেকে  Tools থেকে  Addresses এর উপরে ক্লিক করে  Create New Address করে
কিছুক্ষণ অপেক্ষা করুন। একটা অ্যাড্রেস তৈরি হবে। এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন
নোটপ্যাডে, পরে কাজে লাগবে মূলত বিট কয়েন সাইট হতে আয় এবং প্রতিবার লগইন করার
জন্য।

৫। চাইলে একাউন্টটি আপনি ভ্যারিফাইড করে নিতে পারেন মোবাইল নং দ্বারা। এই জন্য
একাউন্ট লগইন করে Verify a Phone অপশনে ক্লিক করুন। একটি বার্তা আপনার মোবাইলে
যাবে। সেখানের প্রেরিত কোডটি এখানে ইনপুট করে দিলেই হবে। এই ক্ষেত্রে কয়েন-বেজ
একাউন্টের নিরাপত্তা থাকবে। অবশ্য ব্যাংক একাউন্ট ভেরিফাইড কিংবা যুক্ত করার অপশন
আসবে, আপাতত এটি করার প্রয়োজন নাই।

1 comment:

Powered by Blogger.